• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    কাফনের কাপড় ও ‘বোমা’ পাঠিয়ে শ্রমিক লীগ নেতাকে হুমকি

    কাফনের কাপড় ও ‘বোমা’ পাঠিয়ে শ্রমিক লীগ নেতাকে হুমকি

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ অক্টোবর ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ

    মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের শ্রমিক লীগ নেতা সুমন ইসলামের বাড়ি থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও লাশ দাফনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়। যেখানে ওই শ্রমিক লীগ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের একটি দল এগুলো জব্দ করেছে। সুমন ইসলাম রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের ভিটা পাড়ার মোড়ে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করেন।

    সুমন ইসলাম জানান, আজ সকালে তাঁর বাড়ির রান্না ঘরের মধ্যে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরা, আগরবাতি, সাবান, গোলাপজল ও প্রাণনাশের হুমকি সম্বলিত হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেগুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।

    প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটে লেখা আছে, ‘দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে।’

    বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন জানান, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০