• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    কারও দয়া বা ষড়যন্ত্রে শেখ হাসিনা ক্ষমতায় যায়নি: নানক

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২২ | ৫:৩৯ অপরাহ্ণ

    কারও দয়া বা কোনও ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর সমন্বিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    সম্মেলনে নানক বলেন, ১৩ বছর একটানা ক্ষমতায় আওয়ামী লীগ। শেখ হাসিনা ওয়াদা করেছিলেন, দেশে ফিরে এসে গণতন্ত্র মানুষের দোরগোড়ায় ফিরিয়ে দেবেন। সেই সংকল্প নিয়ে লড়াই করেছেন তিনি। বারবার ষড়যন্ত্র হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে। তিনি জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছেন। কারও দয়ায় বা ষড়যন্ত্রে তিনি ক্ষমতায় যায়নি।

    এসময় তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষার পাদপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে সুসজ্জিত করেছিলো ছাত্রলীগ। পঁচাত্তরের এর ১৫ আগস্টে প্রতিবাদ-প্রতিরোধ গড়েছিল ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল আন্দোলনের স্রষ্টা, সূতিকাগার।

    এসময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

    আবদুর রহমান বলেন, বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন প্রণয়ন হলেও যারা দাবি তুলেছিল তারাই মানতে চায় না। ফখরুল ইসলামরাও বিশ্বাস করেন আগামী নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবেন। আর সে জন্যই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে।

    আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার করে,অর্থ বিনিয়োগ করে,লবিস্ট নিয়োগ করে, তাদের কবর রচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।

    বি এম মোজাম্মেল হক বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না মর্মে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে পরবর্তী সময়ে তা আইনে পরিণত করেছিল, তারাই এখন মানবাধিকারের কথা বলে। সকল ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করে আমরা অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবোই।

    সম্মেলনে শেষে আঠারো হলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০