• আজ বুধবার
    • ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি

    কারচুপি ছাড়া ‘নৌকা’ অসহায় : আ স ম রব

    কারচুপি ছাড়া ‘নৌকা’ অসহায় : আ স ম রব

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মে ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ

    কারচুপি ছাড়া ‘নৌকা’ অসহায় বলে মন্তব্য করেছেন জেএসডি ‌সভাপতি আ স ম আবদুর রব। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এ এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

    আ স ম রব বলেন, কারচুপি, জবরদস্তি এবং বল প্রয়োগ ছাড়া কোন নির্বাচনেই আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয়। গত ১৫ বছর ধরে অপশাসন এবং বাগাড়ম্বর আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভোটাধিকারের নূন্যতম সুযোগ থাকলে যে কারো সাথে নির্বাচনী চ্যালেঞ্জে আওয়ামী লীগ কত সহজে পরাজিত হয় তা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে। এই কঠিন বাস্তবতা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগকে মেনে নিতে হবে।

    এই সিটি কর্পোরেশন নির্বাচন আরো শক্তিশালী বার্তা প্রদান করেছে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে কোনভাবেই নিরপেক্ষ করা সম্ভব হবে না। কারণ, ক্ষমতা যে ছাড়তে হয়, ক্ষমতা যে হারাতে হয়, ক্ষমতা যে চিরস্থায়ী নয়- এ সব দর্শনকে বহুদিন আগেই আওয়ামী লীগ আত্মসাৎ করে ফেলেছে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১