- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে সবার মধ্যেই বিরাজ করছে মুক্তির আনন্দ। বিভিন্ন কর্মসূচিতে মাতোয়ারা গোটা দেশ। তবে কারাগারে বিজয় আর মুক্তির আনন্দ কতটাই পৌঁছেছে তা নিয়েও যেন ভাবনার শেষ নেই। এমন বিজয় গাঁথার দিনে দেশের সব কারাগারের বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।
এই খাবারের মধ্যে সকালে দেওয়া হয় খিচুড়ি, ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি।
রাতের খাবারে রয়েছে সাদা ভাত, আলুর দম ও মাছ ভাজা। গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে কারাবন্দিদের উন্নত মানের খাবার পরিবেশনের কথা বলা হয়।
বন্দিদের খাবারের বিষয়টি নিয়ে ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৬ ডিসেম্বর বন্দিরা সকাল ও দুপুরে বিজয় দিবস উপলক্ষে বিশেষ খাবার খাবেন। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।