- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৫:১৩ অপরাহ্ণ
মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট একে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. জহিরুল ইসলাম-(১৬) কে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ওই বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে জহিরুলের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে মামলার পরে আসামি গ্রেফতার না হওয়াতে ক্ষোভ বিরাজ করছে নিহতের স্বজনদের মধ্যে। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলাম আজম সরদার, সহকারি প্রধান শিক্ষক সামসুল হক, শিক্ষক মজিবর আকন, অভিভাবক নুর মোহাম্মদ, শিক্ষার্থী সাব্বির হোসেন, রাবেয়া, আফরোজা ও হাফিজা ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীকে তার বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের ভাই শাহীন সরদার বাদি হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।