- আজ শুক্রবার
- ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মার্চ ২০২৪ | ৭:১০ অপরাহ্ণ
কালিয়াকৈর চান্দ্রা পল্লী বিদ্যুত খেলার মাঠ এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ দুটি বাড়ির ৪০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি স্টেশন এর ৫টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী
সোমবার (২৫ মার্চ) মধ্যরাত আনুমানিক ২টার দিকে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের খেলার মাঠ এলাকার জনি মিয়া’র পোশাক তৈরির কারখানার পরিত্যক্ত কাপড়ের গোডাউনে আগুন দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে গোডাউনে থাকা শুকনো কাপড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। গোডাউনের পাশে থাকা জনি মিয়া ও সোহেল এর ২টি বসত বাড়িতে আগুন লেগে যায়।
২টি বাড়ির ৪০ টি কক্ষ ও ১টি পোষাক তৈরির পরিত্যক্ত কাপড়ের গোডাউন পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কালিয়াকৈর পৌর নির্বাহী অফিসার, মোঃ জাহিদুল আলম তালুকদার বলেন, খবর পেয়ে সকালে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহম্মেদ ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মুজিবুর রহমান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নিয়ে তাদের সান্তনা দেন। সরকারিভাবে আর্থিক সহযোগিতার করা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি করে কম্বল ও আর্থিক সহযোগিতা করা হবে এছাড়াও কালিয়াকৈর পৌরসভা পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে, পরবর্তীতে অনুদানের চেক প্রদান করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |