• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    কালিয়াকৈরে চেক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২২ | ৫:৫৫ অপরাহ্ণ

    গাজীপুর কালিয়াকৈর উপজেলার হল রুমে বুধবার দুপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ও জিআর বরাদ্দের চেক এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় অনুষ্ঠানে ৫৬টি পরিবারের মধ্যে ৫৬ লাখ ১৯ হাজার টাকার চেক, ৪ হাজার ৯শ জনকে কম্বল, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারে মধ্যে ২২ হাজার ৫০০ টাকা চেক, দুর্ঘটনা নিহত পাঁচ ব্যক্তি পরিবারের মধ্যে ১ লাখ টাকার চেক ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উৎসব উদযাপন উপলক্ষে ২৪টি গির্জায় ১২ মেট্রিক টন চাল বিতরণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস অধ্যাপিক জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাসরিন আরা পোষণসহ বিভিন্ন কর্মকর্তারা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০