• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    কালিয়াকৈরে জমি সংক্রান্ত জেরে নিহত ১

    কালিয়াকৈরে জমি সংক্রান্ত জেরে নিহত ১

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ আগস্ট ২০২৩ | ৩:০৩ অপরাহ্ণ

    গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে জ‌মি সক্রান্ত বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে প্রতিপ‌ক্ষের হামলায় জা‌কির হো‌সেন (৫০) হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। গত রা‌তে সাভারের এনাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় ।

    নিহত হলেন, উপ‌জেলার মাঝুখান গ্রা‌মের মৃত সাহাবু‌দ্দি‌নের ছেলে জাকির হোসেন।

    নিহ‌তের পরিবারের অভিযোগ সূত্রে জান যায়, জা‌কির হো‌সেনের পৈ‌ত্রিক সম্প‌ত্তি হঠাৎ নি‌জে‌দের দাবী ক‌রে জমি দখল ক‌রে সাইন‌বোর্ড টা‌ঙ্গি‌য়ে দেয় স্বাস্থ্য সহকারী হি‌সে‌বে কর্মরত একই গ্রা‌মের স‌ফিকুল ইসলাম ও তার লোকজন।

    ওই জ‌মির বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে ৩১ জুলাই রাত সা‌ড়ে ১০ টার দিকে স‌ফিকুল ও তার লোকজন জা‌কির হো‌সে‌ন হামলা চা‌লি‌য়ে এলোপাথারী মারধর ক‌রে । প‌রে অ‌চেতন অবস্থায় রাস্তার পা‌শে ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায় তারা। তা‌কে উদ্ধার ক‌রে প্রথ‌মে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায় স্বজনরা। প‌রে তা‌কে সাভা‌রের এনাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়। সেখা‌নে তিনদিন চি‌কিৎসাধীন থাকা অবস্থায় গত রাত সা‌ড়ে ১১টার দি‌কে তার মৃত্যু হয় ।

    কা‌লিয়া‌কৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০