• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    কালিয়াকৈরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

    কালিয়াকৈরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ জানুয়ারি ২০২৪ | ৩:৩৪ অপরাহ্ণ

    গাজীপুরে কালিয়াকৈরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যালয়টি গাজীপুর-১ আসনের মৌচাক ইউনিয়নের বাশতলী ৩ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র।

    শনিবার ভোর রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের প্রধান গেটের ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায়। পরে ভোরে স্থানীয়রা কক্ষের ভেতর ধোঁয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।

    বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, আমি রোজ সকালে হাঁটতে বের হই। সকালে এসে গেটের তালা ভাঙা দরজা খুলে দেখি ভেতরে সব পুড়ে গেছে, ধোঁয়া উড়ছে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভান।

    এদিকে, খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভোট কেন্দ্রে ভোট দিতে কোনো সমস্যা হবে না।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০