• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ২৪ কক্ষ পুড়ে ছাই

    কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ২৪ কক্ষ পুড়ে ছাই

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ৪:৫১ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় রবিবার সকালে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাঙ্গা মসজিদের পাশের কলোনির একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার ভাঙ্গা মসজিদের পাশের কলোনিতে স্থানীয়রা আগুন দেখে নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    পুড়ে যাওয়া কলোনির মালিক দুলাল জানান, আগুনে আমার বাড়ির ২৪টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আমার ও আমার বাড়ির ভাড়াটিয়াদের ২০ থেকে ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চৌধুরী ইফতেখার হোসেন রায়হান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগার সূত্রপাত ঘটে হতে পারে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০