• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণী গণধর্ষণের শিকার,আটক ২

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২১ | ৪:২৩ অপরাহ্ণ

    পরিবারের ওপর রাগ করে চট্টগ্রাম থেকে গাজীপুরের কালিয়াকৈরে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকা থেকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হল- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়ইতলী এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান শিহাব (২১), ও কালিয়াকৈর শিমুলতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন (২৮)।

    পুলিশ, ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজ পরিবারের সঙ্গে অভিমান করে চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাসে করে কালিয়াকৈরের চন্দ্রায় আসে। এ সময় বাসের চালক জানতে পারে ওই তরুণী চট্টগ্রাম থেকে অভিমান করে এখানে চলে এসেছে।

    এ অবস্থায় ওই তরুণীর কোথাও থাকার জায়গা না থাকায় বাসের চালক ওই তরুণীকে বুঝিয়ে পাশের ডাইনকিনি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে একটি বাড়িতে তাকে রাতে থাকার ব্যবস্থা করে। শুক্রবার সকালে বাসের চালক মেহেদী হাসান শিহাব ওই তরুণীকে সেখান থেকে নিয়ে ওই এলাকার ছানোয়ার হোসেনের বাসায় নিয়ে যায়। সেখানে তরুণীকে ওই দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করে।

    বিষয়টি স্থানীয় ওয়ার্ড কমিশনার জানতে পেরে কালিয়াকৈর থানায় খবর দেয়। পরে পুলিশ ডাইনকিনি এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক মেহেদী হাসান শিহাব এবং ছানোয়ার হোসেনকে আটক করে নিয়ে আসে থানা পুলিশ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১