- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ অক্টোবর ২০২৩ | ২:৩৭ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে, কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হাঁস বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা পানিসম্পদ দপ্তর।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার।
আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম সরকার, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআফজাল হোসেন খাঁন, ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ডাঃ মোঃসাইদুর রহমান।
পরে ২৫৭ টি পরিবারকে ২০ টি করে মোট ৫১৪০ টি হাঁস, ১টি করে ভিটামিন, ১টি করে এন্টিবায়োটিক, ১টি করে জীবানুনাশক বিতরণ করা হয়।