• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২২ | ২:২৬ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় তানভীর আহম্মদ (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

    সোমবার (১৪ মার্চ) সকালে ধামরাই-মাওনা সড়কের উপজেলার বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তানভীর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে মাওনা থেকে বাড়ি যাচ্ছিলেন তানভীর। পথে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তানভীর। স্থানীয়রা থেকে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

    কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০