• আজ বৃহস্পতিবার
    • ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি

    কালিয়াকৈরে প্লাষ্টিক শো-রুমে অগ্নিকান্ড

    কালিয়াকৈরে প্লাষ্টিক শো-রুমে অগ্নিকান্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩ | ৭:০৫ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাজার এলাকায় আর.এফ.এল এর প্লাষ্টিক শো রুমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে শো রুমে থাকা আর এফ এল এর সব ধরনের প্লাষ্টিক ও অন্যান্য পন্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত শো-রুম মালিকের দাবী অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

    স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মৌচাক বাজারের স্থানীয় বাসিন্দা মনির হোসেনের মুনতাহা এন্টারপ্রাইজ নামক আরএফএল শো-রুমে রাত ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। রাত বারোটার দিকে হঠাৎ ওই শো-রুমে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস ।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি। এ ছাড়া প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১