- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩ | ৬:৪৫ অপরাহ্ণ
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ এলাকায় বাস চাপায় সাজেদা বেগম(৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৮আগস্ট) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে। ওই নারী স্থানীয় লিভারটি কারখানায় চাকরি করতেন।
নিহত হলেন, পাবনা জেলার আতাইকুলা উপজেলার কাসারপুর গ্রামের শামীমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে পাবনা থেকে জীবিকার তাগিদে কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকায় মিজানুরের বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর বসবাস করছেন। প্রতিদিনের মতো বুধবার সকালে ওই নারী শ্রমিক কারখানায় যাওয়ার সময় চন্দ্রা থেকে আসা অজ্ঞাত একটি পরিবহন পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ওই নারী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারে সময় বাস চাপায় গুরুতর আহত হয়।
স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তারতাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করে। তবে চালাককে আটক করা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন