- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২১ | ৬:৪৭ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরে আজ বুধবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।নিহত যুবক মানিকগঞ্জের সিংগাইর থানার কাশেমনগর এলাকার মৃত তালুক আলীর ছেলে আবু বকর ওরফে সামসুল (২০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দেড় মাস ধরে সামসুল কালিয়াকৈর উপজেলার ট্রাক ষ্টেশন এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল উদ্দিনের বাসায় ভাড়া নেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি তার তিন সহযোগীর সাথে এক কক্ষে শুয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়লে রাতের কোনো এক সময় তিনি বাইরে থেকে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরের দিন সকালে অপর তিন সহযোগী তাদের নিরাপত্তা কর্মীকে দিয়ে তালা খুলে দিলে খাবার ঘরের ভিমের সাথে গলায় রশি বেধে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার ও লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে কেন এ ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটন করা যায়নি।