• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

    কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জুলাই ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় প্রেমে ব্যর্থ এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করে। নিহত হলেন নীলফামারী সদর উপজেলার খুখসাবাড়ি এলাকার কান্দোনাথ রায় ছেলে বীরেন্দ্রনাথ রায় (৩৮)।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলা থেকে বীরেন্দ্রনাথ রায় তার প্রেমিকাকে নিয়ে সোমবার বিকেলে জামালপুর চৌরাস্তা এলাকার বাড়িতে দুটি রুম ভাড়া নেয়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে তার রুমে গিয়ে দেখতে পায় বীরেন্দ্রনাথ রায় ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ নিহতে লাশ উদ্ধার করেন।

    প্রেমিকা বলেন, মোবাইল ফোনে তার সাথে আমার পরিচয় এবং একপর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাই আমি তাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে চলে আসি তার কাছে।

    কিন্তু সে যে হিন্দু আমি জানতাম না। গতকালকে যখন জানতে পেরেছি সে হিন্দু, তখন আমি তাকে বিয়ে করতে অস্বীকার করি। তারপর এক পর্যায়ে আমরা যার যার রুমে শুয়ে পরি। কিন্তু সকালবেলা উঠে দেখি তিনি তার রুমে ফাঁস দিয়ে ঝুলে আছেন।

    মৌচাক পুলিম ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম জানান, প্রেমে ব্যর্থ হয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। লাশটি উদ্ধার করে গাজীপুর তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০