• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    কালীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২১ | ৪:০২ অপরাহ্ণ

    গাজীপুরের কালীগঞ্জে আজিজুর রহমান খান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে বুধবার দুপুরে জমির ফসল খাওয়ায় ছাগল জবাই করে খেয়ে ফেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আজিজুর রয়েন গ্রামের মৃত আবুল হাসেম খানের ছেলে। তিনি তিন সন্তানের জনক। আজিজুরের স্ত্রী আসমা আক্তার বুধবার রাতে বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

    জানা যায়, প্রতিবেশী চাচাতো ভাই আজহারের ছাগল মঙ্গলবার দুপুরে আজিজুরের সবজি বাগানে ঢুকে ফসল নষ্ট করতে দেখে আজিজ ছাগলটি জবাই করে, ওইদিন রাতে তার সহযোগীদের নিয়ে ছাগলের মাংস রান্না করে খায়।

    এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে আজিজ বাড়ি থেকে অন্য জায়গায় যাওয়ার সময় রাস্তায় ওৎপেতে থাকা মোস্তাক ও দুই মামা কাউছার, ফয়সাল লোহার রড, শাবল ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে তাকে মারধর করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১