• আজ শনিবার
    • ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই সফর ১৪৪৭ হিজরি

    কালেমা পড়ে শোনালেন হিন্দু ডাক্তার!

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ মে ২০২১ | ১২:৫৮ অপরাহ্ণ

    ভারতে মৃত্যুপথযাত্রী মুসলিম কোভিড রোগীকে কালেমা তায়্যেবা পড়ে শোনালেন এক নারী চিকিৎসক।

    গত ১৭ মে কেরালা রাজ্যের পালঘাট জেলার পতম্বিতে সিভানা হসপিটাল ও রিসার্চ সেন্টারে এ ঘটনা ঘটে।

    দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

    খবরে বলা হয়, কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি পতম্বির ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মুসলিম নারী। সেখানে তার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. রেখা কৃষ্ণা।

    রেখাসহ অন্যান্য চিকিৎসকও বুঝতে পারছিলেন, ওই নারীকে সুস্থ করে তোলা কার্যত অসম্ভব। রোগীর বাড়ির সদস্যদের সে কথা জানিয়েও দেন তারা।

    ডা. রেখা শুক্রবার ভারত থেকে মোবাইল ফোনে গলফ নিউজকে বলেন, ৫৭ বছর বয়সি ওই রোগী কোভিডে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় ভুগছিলেন। তিনি ১৭ দিনের জন্য ভেন্টিলেটরে ছিলেন। তার পরিবার এবং আত্মীয়স্বজনদের আইসিইউতে ঢোকার অনুমতি ছিল না।

    ‘মৃত্যুর সময় আমি তার কষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমি কিছুই করতে পারিনি।’

    ডা. রেখা আরও বলেন, তাকে ভেন্টিলেটর থেকে নামানোর পর আমি কেবল ব্যথা কমাতে তার কাছে যাই এবং মুহূর্তের মধ্যে আমি কালেমা উচ্চারণ করেছিলাম— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ {আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল}।

    তিনি বলেন, এমনটা যে করব আগে থেকে ভাবিনি। মুহূর্তটা এমনই হৃদয়বিদারক ছিল, তাই আচমকা করে ফেলি। আমার বড় হয়ে ওঠা দুবাইতে। তাই ইসলাম ধর্ম সম্পর্কে অল্প বিস্তর জানি। সে কারণেই মৃত্যুপথযাত্রী করোনা রোগীর কানে কলমা পড়ে শুনিয়েছিলাম।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১