- আজ বুধবার
- ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ মে ২০২৫ | ৫:১৪ অপরাহ্ণ
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ঢাকাই ছিনেমার আলোচিত চিত্র নায়িকা নুসরাত ফারিয়া।
মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটার সময় তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার।
গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়।
পরে মঙ্গলবার ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌছিলে যাচাই-বাছাই পর তাকে বিকেল সাড়ে তিনটায় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।