- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২২ | ৩:৩৪ অপরাহ্ণ
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নাইজেরিয়ান এক নারী বন্দির মৃত্যু হয়েছে। তার নাম চিদিম্মা আবেল্ফ (২৬)।
রাজধানীর দক্ষিণখান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ওই নারী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি (হাজতি নং-১৫৮/২২) ছিলেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেনন, ১৬ মার্চ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।