• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার আর নেই

    | ০৭ জুলাই ২০২১ | ৪:০২ অপরাহ্ণ

    ভারতের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার আর নেই। বুধবার (৭ জুলাই) সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে মারা যান বর্ষীয়ান এই অভিনেতা।

    এর আগে ৩০ জুন শ্বাসকষ্ট জনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

    গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা।

    ‘জোয়ার ভাটা‘, ‘আন‘, ‘আজাদ‘, ‘দেবদাস‘, ‘আন্দাজ’, ‘মুঘল ই আজম‘, ‘গঙ্গা যমুনা‘, ‘ক্রান্তি‘, ‘কর্মা‘, ‘শক্তি‘, ‘সওদাগর‘, ‘মশাল‘ সহ ৫০-এর বেশি বলিউড ছবিতে কাজ করেছেন এ কিংবদন্তি অভিনেতা। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো‘তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তার নায়িকা ছিলেন স্ত্রী সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন। হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে‘ পুরস্কারেও তাকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ‘-এ সম্মানিত করে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০