- আজ শনিবার
- ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৮শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২২ | ২:৩১ অপরাহ্ণ
ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার যুদ্ধবিমান আর ট্যাংক থেকে গোলা আর বোমাবর্ষণ চলছেই। স্থানীয় সময় বুধবার ভোরে কিয়েভের ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে গোলাবর্ষণ করে রুশ বাহিনী। ইউক্রেনের জরুরি বিভাগের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ভবনটি কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবনটিতে হামলার ঘটনায় অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া উদ্ধারকর্মীরা ভবনটি থেকে ৩৭ জনকে সরিয়ে নিয়েছে।
জরুরি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় পার্শ্ববর্তী একটি ৯ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগের দিনও কিয়েভের আরেকটি বহুতল ভবনে বোমা হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ১৬ তলা বিশিষ্ট ভবনটিতে এই হামলা চালানো হয়। পরে সেখান থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরও ২৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।