- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৪ | ৭:০৬ অপরাহ্ণ
সম্প্রতি রাজ কাপুরের জন্মশতবার্ষিকীতে আয়োজিত আরকে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলিউডের কাপুর পরিবার। সেখানেই নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করা হয়, আপনি কি গান শোনার সময় পান?
প্রধানমন্ত্রী বলেন, আমি গান শোনার সময় পাই। কারণ এটি আমার ভালো লাগে। যখনই সুযোগ পাই গান শোনার চেষ্টা করি।
আলিয়া তাকে জানান, তিনি সম্প্রতি আফ্রিকার একটি ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে এক সেনা তার সিনেমার গান গাইছিলেন। সেই সেনার পাশেই দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদি। আলিয়া বলেন, অনেকেই আমাকে ওই ক্লিপ পাঠিয়েছিল।
এদিন বৈঠকে ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, সাইফ আলী খান, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং স্বামী মনোজ জৈন ও তাদের ছেলে আরমান।
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি সিনেমা হলে।
কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুরের তৈরি আরকে ফিল্মস, ফিল্ম হেরিটেড ফাউন্ডেশন, এনএফডিসি এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া যৌথভাবে এই রাজ কাপুর সিনেমা উৎসবের আয়োজন করেছে। উৎসবের থিম নাম দেওয়া হয়েছে- সেলিব্রেটিং দ্য সেন্টেনারি অফ দি গ্রেটেস্ট শোম্যান। সিনেমাগুলো দেখানো হবে পিভিআর-আইনক্স এবং সিনেপলিসে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |