- আজ রবিবার
- ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি
| ১৪ অক্টোবর ২০২১ | ১২:৩১ অপরাহ্ণ
কুমিল্লায় মন্দিরে ‘কোরআন শরীফ’ অবমাননার এমন একটি ঘটনার তথ্য ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট মন্দিরে হামলার ঘটনা ঘটে। সেটির জেরে পাশের জেলা চাঁদপুরের হাজীগঞ্জ বাজার সংলগ্ন একটি মন্দিরেও হামলা ও ভাঙচুর হয়েছে। হাজীগঞ্জের মন্দিরটির নাম লক্ষ্মীনারায়ণ জিওর আখড়া মন্দির। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাতে। এ ঘটনায় হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে, উপজেলায় জারি হয়েছে ১৪৪ ধারা, মোতায়েন করা হয়েছে বিজিবি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি ঘোলাটে দেখে শর্টগানের গুলি নিক্ষেপ করে পুলিশ।
এদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে অন্তত ১০ জন গুরুতর আহত অবস্থায় এসেছেন। তাদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক বলেন, ‘রাত ৮টার পর উপজেলার মণিনাগ এলাকা থেকে একটি মিছিল এসে মন্দিরে (লক্ষ্মীনারায়ণ জিওর আখড়া) হামলা চালায়। হাজীগঞ্জ বাজারের ওই মন্দির ছাড়াও আরও কয়েকটি স্থানে মন্দিরে হামলা হয়েছে।’
স্থানীয়রা বলছেন, ‘হামলাকারীদের পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশ গুলি ছোড়ে।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা পরিস্থিতি সামাল দিতে প্রচেষ্টা চালিয়েছি। হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সহিংস পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে গতকাল বুধবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানিয়েছেন।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ রাতে বলেন, ‘হাজীগঞ্জ বাজারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |