• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    কুষ্টিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায়, ২ নারী আটক

    কুষ্টিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায়, ২ নারী আটক

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২৪ | ১১:২৪ পূর্বাহ্ণ

    কুষ্টিয়া শহরে কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় ও জুতা দিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই দুই নারীকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আটক করে।

    আটক দুই নারী হলেন- শহরের থানাপাড়ার বাসিন্দা সোহানা ইসলাম (৪৪) ও হাউজিং বি ব্লকের বাসিন্দা সানজিদা আক্তার শান্তা (৩৯)।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল ইসলাম। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল। এ সময় তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ কনস্টেবল। সেখান থেকেই বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

    স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়কে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন নাজমুল হোসেন। এ সময় একজন নারী তড়িঘড়ি এসে তাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এর কিছুক্ষণ পর আরও এক নারী এসে মারধর শুরু করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। একপর্যায়ে তারা তাদের স্যান্ডেল খুলে নাজমুলকে পেটাতে থাকেন। স্থানীয়রা ছুটে এসে তাদের নিবৃত্ত করেন।

    এদিকে মারধরের ওই ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ঘটনাটি জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।

    কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব গণমাধ্যমকে বলেন, “দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়েছে।”

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০