- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ এপ্রিল ২০২২ | ৪:২১ অপরাহ্ণ
তামিল সুপারস্টার বিজয়ের নতুন ছবি ‘বিস্ট’ মুক্তি পাচ্ছে আগামীকাল ১৩ এপ্রিল। ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। রেকর্ড পরিমাণ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এরইমধ্যে ছবির তিনটি গান প্রকাশ্যে এসেছে। তবে মুসলিমদের জঙ্গি হিসেবে উপস্থাপন করায় ছবিটি কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছবিতে পাকিস্তানের বিরুদ্ধে সংলাপ রয়েছে। কুয়েতের পর কাতারেও ছবিটি নিষিদ্ধ হওয়ায় উপসাগরীয় দেশগুলোতে ছবির আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
‘বিস্ট’ ছবিতে ভারতের গোয়েন্দা বাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বিজয়কে। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। ছবিটি পরিচালনা করেছেন নেলসন দীলিপকুমার।