- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ জুন ২০২৩ | ৬:০০ অপরাহ্ণ
৭ লাখ ৯৩ হাজারের বেশি যোগ্য ভোটার মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করছেন
সপ্তম সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন কুয়েতের নাগরিকরা। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কুয়েত একমাত্র উপসাগরীয় দেশ যেখানে নির্বাচিত সংসদ সদস্য থাকেন। তারা সরকারকে জবাবদিহির মুখোমুখি করতে পারেন।
৭ লাখ ৯৩ হাজারের বেশি যোগ্য ভোটার মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করছেন। ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার।
৫০টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। চার বছরের জন্য মোট ২০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বিরোধী দলীয় প্রার্থী এবং ১৩ জন নারী প্রার্থীও রয়েছেন।
রাজনৈতিক অচল অবস্থার মধ্যে কুয়েতের আমির নওয়াফ আল আহমাদ আল সাবাহ গত মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।