- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ২:৫০ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, সকালে হাসপাতালের ক্লিনার ওয়ার্ডের ওয়াশরুম পরিষ্কার করতে গেলে কমোডে একটি নবজাতকের লাশ দেখতে পায়। পরে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, নবজাতকটির কোনও পরিচয় জানা সম্ভব হয়নি। শনিবার দিবাগত রাতের কোনও এক সময় শিশুটি ফেলে রাখা হয়েছে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনি ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।
বাইরে থেকে কেউ নবজাতকটি এনে হাসপাতালের ওয়াশরুমে ফেলে গেছে বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক শহিদুল্লাহ। তিনি বলেন, আমরা পুলিশকে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।
সদর থানা পুলিশের এসআই জাহিদ বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি।