• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    কৃষ্ণ সাগরে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া

    কৃষ্ণ সাগরে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জুলাই ২০২৩ | ৫:০৩ অপরাহ্ণ

    ইউক্রেনের সাথে শস্য রপ্তানি চুক্তি বাতিল নিয়ে উত্তেজনার মধ্যে উত্তর-পশ্চিম কৃষ্ণ সাগরে তাজা গোলা নিক্ষেপ করে নৌ মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী।

    শুক্রবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়ায় সামরিক লক্ষ্যবস্তু হিসেবে জলপথের সম্ভাব্য মাধ্যমে ইউক্রেনে যাওয়ার জাহাজগুলো বিবেচনা করা হয়েছে।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ব্ল্যাক সি ফ্লিট ‘কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিম অংশে যুদ্ধ প্রশিক্ষণ পরিসরে লক্ষ্যবস্তুতে জাহাজ-বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং চালিয়েছে।’

    বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি ক্ষেপণাস্ত্র হামলার ফলে লক্ষ্যবস্ত জাহাজটি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও যৌথ মহড়ার সময়, জাহাজ এবং ফ্লিট এভিয়েশন অস্থায়ীভাবে ন্যাভিগেশনের জন্য বন্ধ এলাকাটিকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করেছে এবং আপত্তিকর জাহাজটিকে আটক করার জন্য কিছু ব্যবস্থাও চালিয়েছে।’

    বুধবার রাশিয়া বলেছে, ইউক্রেনের সাথে একটি শস্য রপ্তানি চুক্তি বাতিল করার কয়েকদিন পর, কৃষ্ণ সাগরের উপর ইউক্রেনীয় বন্দরগুলোর পথে কার্গো জাহাজগুলোকে সম্ভবত সামরিক পণ্যবাহী হিসেবে বিবেচনা করা হবে।

    ক্রেমলিন ‘কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব অংশে’ অনির্দিষ্ট এলাকাগুলোকে ‘অস্থায়ীভাবে যাতায়াতের জন্য বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছে। এটি মস্কোর অংশগ্রহণ ছাড়া ব্ল্যাক সি শিপমেন্ট রুট স্থাপনের ‘ঝুঁকি’ সম্পর্কেও সতর্ক করেছে।

    কিয়েভ বলেছে, রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে আসা সত্ত্বেও তারা তার দক্ষিণ বন্দরগুলোর মাধ্যমে শস্য রপ্তানি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০