• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘কেজিএফ ২’র ভিডিও এডিটর ১৯ বছরের কিশোর

    ‘কেজিএফ ২’র ভিডিও এডিটর ১৯ বছরের কিশোর

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২২ | ৪:৪৬ অপরাহ্ণ

    গত কয়েক বছর ধরেই আলোচনার তুঙ্গে আছে ‘কেজিএফ’। এই উন্মাদনায় নতুন মাত্রা দিয়েছে ছবিটির দ্বিতীয় কিস্তি।

    ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে এটি ‘কেজিএফ ২’। এরপরই শুরু হয়েছে বন্দনা। প্রথম থেকেই আলাদা নজর কাড়ে এর সম্পাদনার জন্য। বিশেষ করে কালার, অ্যাকশন দৃশ্য ও নায়ক যশের স্টাইল।

    তাই মুক্তির মাত্র দু’দিনে ১০০ কোটির গণ্ডি পার করেছে চ্যাপ্টার ২। এত বাঁধ ভাঙা সাফল্য যে ছবির, জানেন সেই ছবির প্রধান সম্পাদক (এডিটর) মাত্র ১৯ বছরের এক কিশোর! নাম উজ্জ্বল কুলকার্নি।

    ছবিতে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন পরিচালক প্রশান্ত নীল তা নিখুঁতভাবে পর্দায় তুলে ধরেছেন এই কিশোর। তার গল্পটিও যেন আরেক সিনেমা।

    আর এটি ঘটেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। জনপ্রিয় ছবির ফ্যান মেড ট্রেলার তৈরি করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে পোস্ট করতেন উজ্জ্বল। সেই ধারাবাহিকতায় ‘কেজিএফ’র একটি ফ্যান মেড ট্রেলার বানিয়েছিল তিনি। আর সেটি চোখে পড়ে যায় পরিচালকের। ট্রেলারটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সম্পাদনার গুরু দায়িত্ব প্রশান্ত তুলে দেন উজ্জ্বলের কাঁধে। এতটাই আত্মবিশ্বাস ছিল যে, তাকে করে দেওয়া হয় প্রধান এডিটর। কোন দৃশ্যে কাঁচি চলবে, কোন দৃশ্যের পর কোন দৃশ্য জোড়া হবে- সবটাই সিদ্ধান্ত নিয়েছে এই কিশোর।

    আর মুক্তির পর এটুকু বোঝা গেছে পরিচালক ভুল সিদ্ধান্ত নেননি। অভিজ্ঞতা নয়, প্রতিভাই আসল- ফের বুঝিয়ে দিলেন উজ্জ্বল।

    ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ চ্যাপ্টার ১’ ছবিটি। প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল। চার বছরের অপেক্ষার পর এলো এর দ্বিতীয় অধ্যায়।

    ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রাবিনা ট্যান্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রামিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০