- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৩:২২ অপরাহ্ণ
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে রং ও টাইলস বোঝাই একটি পিকআপভ্যান উল্টে আহত ইয়ামিন (১৬) নামে এক কিশোর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে ৩টা ৪০ মিনিটে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
ইয়ামিনের আত্মীয় হাসান জানান, ইয়ামিন পিকআপভ্যানচালকের সহকারী হিসেবে কাজ করতেন।সিরাজদিখান থেকে রং ও টাইলস নিয়ে যাওয়ার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় পিকআপভ্যানের চাকা ফেটে উল্টে যায়। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টা ৪০ মিনিটের দিকে ইয়ামিন মারা যান। এছাড়া আহত দুইজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্যজন এখনো চিকিৎসাধীন।
তিনি আরও জানান, ইয়ামিন ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকার সোহেল মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।