- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২৫ | ২:৪৩ অপরাহ্ণ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) ভুক্তভোগী ওই নারী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ভুক্তভোগী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।
উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে পালাক্রমে গণধর্ষণ করা হয়।
জাজিরা (কেরানীগঞ্জ) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন মিয়া জানান, ভুক্তভোগী নারীকে থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথা বলে এজাহারনামীয় আসিমরা দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও ঋষিপাড়া নয়াবাড়ির একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ওই নারী চার মাসের অন্তঃস্বত্ত্বা হওয়ায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |