- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ আগস্ট ২০২১ | ৫:০১ অপরাহ্ণ
করোনা ভয়াবহতার এমন প্রেক্ষাপটে কিছু গল্প আছে হাঁফ ছেড়ে বাঁচবার। সেই আনন্দেই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্কুলে ভর্তি হলো ১৯ জোড়া যমজ প্রাণ। এখন আর বাঁধা থাকলো না একসাথে একই স্কুলে পড়ার। অভিভাবকরাও তাই দু:শ্চিন্তা ছেড়ে ভীষন খুশি।
অথচ অদ্ভুতৃ এক নিয়মের বেড়াজালে আটকে ছিলো ভবিষ্যৎ। আইনী বাধা না থাকলেও কেবল যমজ হওয়ার কারণে ভর্তি হতে পারছিলোনা তারা একই স্কুলে। তবে হাইকোর্টের নির্দেশের পর এখন এই সহোদররা একই স্কুলের সহপাঠীও।
করোনাকালে যদিও প্রেক্ষাপটটা ভিন্ন তবে অভিন্ন যে যমজদের জীবনযাত্রা। আর তাইতো ভিন্ন স্কুলে পড়তে হবে ভেবে হতাশ ছিলেন অভিভাবকেরাও।