- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ৯:৩৯ অপরাহ্ণ
গত কয়দিন ধরে নগরবাউল জেমস রয়েছেন সংবাদমাধ্যমের শিরোনামে। বেশ ক’দিন ধরেই প্রচলিত রয়েছে শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া কোক স্টুডিও বাংলা কনসার্টে ‘সারপ্রাইজ গেস্ট’ হিসেবে গাইবেন নগরবাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস।
কিন্তু জেমসের কণ্ঠে শোনা গেল আক্ষেপ। সম্প্রতি কোক স্টুডিও বাংলা কনসার্ট’র কর্তৃপক্ষের ওপর বেজায় চটেছেন তিনি। কারন এই বিষয়ে জেমস কিছুই জানেন না বলে জানিয়েছেন তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
এ প্রসঙ্গে রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমে বলেন, ‘এই কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কোক স্টুডিওর কর্তৃপক্ষের আলাপ হয়েছে ঠিকই, তবে সেটি কখনোই চূড়ান্ত ছিল না। কারণ, আমরা বলেছি সেদিন সম্ভব নয়। একই দিন (১০ নভেম্বর) আমরা বরিশালে শো কনফার্ম করেছি। সেখানেই অংশ নেব।’
তিনি আরও বলেন, ‘যদিও এরমধ্যে আমরা দেখলাম, আমাদের নাম ও ছবি দিয়ে প্রচারণা চলছে হরদম! গণমাধ্যমেও খবর হয়েছে। প্রতিটি খবরের শিরোনাম ও ছবি জেমস ভাইয়ের। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর ও বাজে অভিজ্ঞতা। এমনটা আশা করিনি কোক বাংলা আর গণমাধ্যমের কাছে।’
তবে বিষয়টি অস্বীকার করে কোক স্টুডিও বাংলার ইভেন্ট পিআর বেঞ্চমার্কের অ্যাসিসটেন্ট ম্যানেজার (পাবলিক রিলেশন) ইমরান হোসাইন মিলন গণমাধ্যমে বলেন, ‘আসলে সত্যি বলতে জেমস ভাইর খবরটি আমি নিজেও কদিন ধরে দেখছি সংবাদ মাধ্যমে। তবে এই সংবাদ আমরা কাউকে পাঠাইনি। এমনকি আমি যতদূর জেনেছি, কোক কর্তৃপক্ষ এমন কোনো ঘোষণাও দেয়নি কনসার্টের। ফলে এমন খবর কেন ও কীভাবে গণমাধ্যমে প্রকাশ হলো, সে বিষয়ে আমি কিছুই জানি না।’
গত বছর ৯ জুন একই ভেন্যুতে প্রথম কনসার্ট করে ‘কোক স্টুডিও বাংলা’। যেখানে প্রথম সিজনের শিল্পীদের সঙ্গে বাড়তি চমক হিসেবে ছিলেন জেমস। আয়োজকরা এবারও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেও ব্যর্থ হলেন, যদিও এগিয়ে থাকলেন ভৌতিক অথবা বাণিজ্যিক প্রচারণায়!
জানা গেছে, ‘কোক স্টুডিও বাংলা’ সিজন-২’-এর শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কনসার্ট। এবার গান করবেন শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, মেঘদল, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস।
‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় মৌসুমে ‘কথা কইয়ো না’, ‘নদীর কূল’, ‘দেওরা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘দিলারাম’ গানগুলো প্রকাশ করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা করে ‘কোক স্টুডিও বাংলা’। গত বছরই প্রথম মৌসুমে বেশ কিছু আলোচিত গান করেছে প্ল্যাটফর্মটি; এই বছর দ্বিতীয় মৌসুমও শেষ হয়েছে। প্রস্তুতি চলছে তৃতীয় মৌসুমের।