- আজ শুক্রবার
- ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ আগস্ট ২০২১ | ১২:২১ অপরাহ্ণ
গাজীপুর মহানগরীর পাঁচ পোশাক কারখানার ১৩ হাজার ১৮৮ জন কর্মচারী-কর্মকর্তারা করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন।
মঙ্গলবার স্বাস্থ্যকর্মীরা ওইসব কারখানায় গিয়ে টিকা দিয়েছেন বলে জানান গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
ডা. খায়রুজ্জামান জানান, গত ১৮ জুলাই এসব কারখানায় গিয়ে শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে মডার্নার টিকা প্রদান করা হয়েছিল।
তিনি জানান, তখন গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো এপারেলস কারখানায় তিন হাজার ৫৫০ জন, কোনাবাড়ির তুসুকা ডেনিম কারখানার দুই হাজার ৫২০ জন, তুসুকা ট্রাউজারস কারখানার চার হাজার ৯০০ জন, ভোগড়ার রোজ ফ্যাশন কারখানার এক হাজার ৮১০ জন এবং টঙ্গীর স্যাটার্ন পোশাক কারখানার এক হাজার ২৩০ জন কর্মচারী-কর্মকর্তারা প্রথম ডোজ মডার্নার টিকা গ্রহণ করেছিলেন।
দ্বিতীয় ডোজ টিকায় বাদ পড়াদের বিষয়ে তিনি বলেন, “ঈদের ছুটিতে গিয়ে এখনও অনেকে কাজে ফিরেননি; কেউ-বা কারখানা পরিবর্তনজনিত কারণে বা অন্য কোনো কারণে তারা কারখানায় অনুপস্থিত ছিলেন।”
তবে বাদ পড়ারা নিয়মিত টিকা কেন্দ্রে গিয়েও ওই ভ্যাকসিন নিতে পারবেন বলে তিনি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |