- আজ রবিবার
- ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ মে ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন নিজ দেশের হয়ে ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় দলে যোগ দেন এই কিউই ব্যাটার।
আগামী ১ জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই অ্যান্ডারসনকে নিয়েই দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দলে ফিরেছ্নে ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা পাকিস্তানি বংশোদ্ভুত আলি খান।
কানাডার বিপক্ষে গেল এপ্রিল মাসে মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে যুক্তরাষ্ট্র। যে কারণে বিশ্বকাপেও প্যাটেলের উপরেই আস্থা রাখছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।
এছাড়া ১৫ সদস্যের স্কোয়াডে আছেন পাকিস্তানের হয়ে ক্যারিয়ার শুরু করা ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর। যুক্তরাষ্ট্রের হয়ে ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে সর্বশেষ খেলেছেন গেল বছরের জুলাইয়ে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। যে কারণে যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়েই হবে আসরের উদ্বোধন। ১ জুন কানাডার বিপক্ষে ডালাসে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতীশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, শ্যাডলি ভ্যান শাল্কউইক, স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর।