- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৩ | ৪:৫৪ অপরাহ্ণ
ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ক্যামেরুনের স্থানীয় সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা সোমবার সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা ভোররাতে মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় পুরুষ, নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করে।
ইংরেজিভাষী এই বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছে। সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারী বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে এবং ২০১৭ সাল থেকে এই অঞ্চলে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো কাজ চালিয়ে যাচ্ছে।
নিরাপত্তা বাহিনী এলাকাটি অনুসন্ধান করছে জানিয়ে মেকালা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আক্রমণে প্রায় ২০ জন পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছেন এবং ১০ জন গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।