• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ক্যারিয়ারসেরা ইনিংসে মাঠ কাঁপালেন আশরাফুল

    ক্যারিয়ারসেরা ইনিংসে মাঠ কাঁপালেন আশরাফুল

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ এপ্রিল ২০২২ | ৩:৫৪ অপরাহ্ণ

    তার ব্যাটে আগের ধার নেই। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি মোহাম্মদ আশরাফুল।

    ডিপিএলে প্রথম ৬ রাউন্ডে ফিফটি মোটে ১টি। তিনবার ফিরেছেন দশের আগে, তার মধ্যে দুটি আবার শূন্য। অবশেষে স্বরূপে দেখা গেলো ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ককে। আজ (মঙ্গলবার) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি হাঁকালেন আশরাফুল।

    সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ১৪১ রানের অনবদ্য এক ইনিংস বেরিয়ে এসেছে আশরাফুলের ব্যাট থেকে। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার সেরা ইনিংস।

    ১৩৯ বলের ইনিংসটি আশরাফুল সাজান ১৬টি বাউন্ডারি আর ১টি ছক্কায়। ৭৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করা ব্রাদার্স অধিনায়ক সেঞ্চুরি ছুঁয়েছেন ১১০ বলে।

    এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি। সেইসঙ্গে ক্যারিয়ারের সেরা ইনিংসও। এর আগে এই ফরম্যাটে আশরাফুলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১২৭ রানের।

    আশরাফুলের সেঞ্চুরির সঙ্গে মাইশুকুর রহমানের হাফসেঞ্চুরি ও লঙ্কান চতুরঙ্গা ডি সিলভার ২৫ বলে ৫১ রানের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৯ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অর্থাৎ জিততে হলে রূপগঞ্জকে করতে হবে ৩১০।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০