• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ক্রিস ওকসের শিকার হয়ে ৭৬ রানে ফিরলেন লিটন

    ক্রিস ওকসের শিকার হয়ে ৭৬ রানে ফিরলেন লিটন

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৩ | ৫:৩১ অপরাহ্ণ

    শুরুর চাপ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। দুই জনের ৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল। কিন্তু লিটনের আউটের পর সেই স্বপ্নও ভঙ্গ হয়ে গেল।

    তবে লিটন মুশফিকের পার্টনারশিপও দীর্ঘ হলো না। লিটন ক্রিস ওকসের শিকার হয়ে ৬৬ বলে ৭৬ রান করে ফিরেছেন সাজঘরে। ফলে চূড়ান্ত চাপে পড়েছে বাংলাদেশ।

    সামনে বড় লক্ষ্য। জিততে হলের ৩৬৫ করতে হবে টাইগারদের।
    ওপেনার লিটন কুমার দাস শুরু থেকে এক প্রান্ত আগলে ছিলেন আছেন। মাঝখানে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফিরেছেন। কেউ লিটনকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তবে ছয় নম্বরে ব্যাট করতে এসে লিটনের সাথে জুটি গড়ে চাপ সামলে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মুশফিক।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০