- আজ মঙ্গলবার
- ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ নভেম্বর ২০২১ | ১:১৭ অপরাহ্ণ
রাজধানীর কড়াইল বস্তিতে চলছে টিকাদান কর্মসূচি। একদিনে ১৫ হাজার টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে টিকা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) কড়াইল বস্তির সবচেয়ে বড় টিকাকেন্দ্র এরশাদ মাঠে (পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়) গিয়ে দেখা যায়, টিকার দীর্ঘ লাইন। সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। শত শত নারী দাঁড়িয়ে আছেন লাইনে। সেই তুলনায় পুরুষের সংখ্যা খুবই কম।
টিকাদানে নিয়োজিত একজন স্বেচ্ছাসেবক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, এই কেন্দ্রে নারীর সংখ্যা খুব বেশি, কমপক্ষে ৬০ শতাংশ।
জানা গেছে, যাদের ভোটার আইডি কার্ড নেই, তাদের জন্মনিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, ঢাকা উত্তর সিটিতে সব বস্তিবাসীর জন্য ৫ লাখ টিকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে কড়াইলে বস্তিতে যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে তারা কেউ বাদ যাবে না। সাতটি কেন্দ্রের ২৫টি বুথে আমাদের শতাধিক কর্মী কাজ করছে। আমাদের লক্ষ্য একদিনে ১৫ হাজার টিকা দেওয়া। যে পর্যন্ত সবাইকে টিকা নিশ্চিত না হবে, ততদিন আমরা টিকা দিয়ে যাবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |