• আজ রবিবার
    • ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ‘খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক’: অর্থ উপদেষ্টা

    ‘খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক’: অর্থ উপদেষ্টা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২৫ | ৫:৫৪ অপরাহ্ণ

    অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংক খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং ইসলামী ব্যাংকে আস্থা ফিরে আসছে, যা এর একটি উদাহরণ। শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অন্যান্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে। এই আইনের প্রথম শর্ত হলো, যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আশ্বস্ত করে বলেন, কারও টাকা মার যাবে না, তবে এক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।

    উপদেষ্টা আরও বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ পেশ করবে।

    বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চলতি বাজেটে অনেক পণ্যের ওপর ইনপুট ট্যাক্স কমিয়ে আনা হয়েছে, যার মাধ্যমে ইউরোপ-আমেরিকার ট্রেড অ্যাপ্লিকেশনের সঙ্গে তাল মেলানো হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ ও স্বচ্ছ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘ডুইং বিজনেস’ সহজীকরণে কাজ করছে।

    তিনি আরও বলেন, একটি ব্যবসা শুরু করতে যাতে উদ্যোক্তাদের একাধিক সংস্থায় ঘুরতে না হয়, সে লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১