- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২১ | ৪:১৫ অপরাহ্ণ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দিন যতই যাচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ততই অবনতি হচ্ছে। এই চিকিৎসা দেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি প্রয়োজন।’
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে উপস্থিত কয়েকজন সাংবাদিকদের সামনে এসব কথা বলেন রিজভী। তিনি জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনের এক চরম সংকটময় মুহূর্ত পার করছেন।
রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করার পরও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে। এছাড়া খালেদা জিয়া শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানিয়েছেন তার চিকিৎসকরা।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’