- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২১ | ৪:২০ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম।
তিনি বলেন, স্থায়ী মুক্তি দেয়ার একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির। সরকারের এধরনের কোনো ক্ষমতাই নেই। আমি মনে করি সরকারের এমন প্রার্থনা নেয়াই উচিত না। এতে করে রাজনৈতিক বিতর্ক তৈরী হয়।
অবশ্য বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে পারেন। এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই।
বুধবার (৮ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন দুই আইনজীবী।
কয়েক দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দর। কেননা আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এরইমধ্যে আবদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতেই দুদক ও খালেদা জিয়ার আইনজীবীরা বক্তব্য দেন।
গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।