• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    খালেদা জিয়ার উপদেষ্টা হায়দার আলী মারা গেছেন

    খালেদা জিয়ার উপদেষ্টা হায়দার আলী মারা গেছেন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২২ | ১১:০২ পূর্বাহ্ণ

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    রবিবার (২৪ জুলাই) রাত ১০টা ৫ মিনিটে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন।

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে, বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের সাবেক এ মহাসচিব সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তথ্য মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে অবসরে যান তিনি।

    ব্যারিস্টার হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

    তিনি টিম লিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের লিংকনস ইন থেকে এলএলবি ও ডিপ্লোমা এট ল ডিগ্রি অর্জন করেন।

    হায়দার আলী তিন সন্তানের জনক। তার সন্তানরা সবাই ব্যারিস্টার। তিনি জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০