- আজ রবিবার
- ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মে ২০২১ | ১১:১৫ পূর্বাহ্ণ
অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র ফুসফুসের পানি বের করার জন্য লাগানো বুকের ডান পাশের পাইপটিও খুলে দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ মে বাম পাশের পাইপটি সরিয়ে ফেলেন চিকিৎসকরা।
বিএনপি’র একটি সূত্র জানিয়েছে, গত সোমবার (২৪ মে) মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পরামর্শ করেন। পরে আজ পাইপটি খুলে দেওয়া হয়। এখন বেগম জিয়ার বুকে আর কোনো পাইপ নেই।
বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একাধিক সূত্র জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। যে রিপোর্টগুলো এসেছে তাতে অল্পকিছু সমস্যা ছাড়া বাকিগুলো ভালো দেখা গেছে।
তাঁরা জানান, আজ (বুধবার) হাসপাতালের মধ্যে প্রায় ৫০ গজের মতো হেঁটেছেন বেগম জিয়া। এখন তাঁকে ফিজিওথেরাপির অংশ হিসেবে প্রতিদিন হাঁটানো হচ্ছে। কারণ, দীর্ঘ সময় তিনি বিছানায় ছিলেন।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, ডান পাশের পাইপটি খুলে দেয়া হয়েছে। এখন আমরা পর্যবেক্ষণ করবো, নতুন করে পানি জমে কি না। শারীরিক অবস্থা ভালোর দিকে যাওয়ায় তাঁর সবগুলো পাইপ খুলে দেওয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |