- আজ বুধবার
- ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২৩ | ৬:০৪ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে মানব সেবা সংঘ। পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য কামনা করা হয়।
রোববার (২৬ মার্চ) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা মুফতিজুল কবীর কিরণের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান আর্কাইভের সম্পাদক সঞ্জয় দে রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক খালেদ হাসান চৌধুরী পাহিন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- মানব সেবা সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপন খান, সহ-সভাপতি শামীম রাব্বি সঞ্চয়, সহ-সভানেত্রী রোকেয়া হক রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন হোসেন, চিত্রশিল্পী রকিবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক গোপাল সরকার প্রদীপ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিম শাহ, ঝলক সরকার, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক বাদল সরকার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক ননী গোপাল রায়, সম্মানিত সদস্য কাউসার আলম, সম্রাট আহমেদ প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কোতয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম অমি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন লেলিন প্রমুখ।