• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

    খিলগাঁওয়ে বাসায় ফেরার পথে যুবককে ছুরিকাঘাত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২২ | ১:১০ অপরাহ্ণ

    কাজ শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইমরান খান (২৫) নামে এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।

    আজ সোমবার (৩ জানুয়ারি) রাত তিনটার দিকে রাজধানীর খিলগাঁওয়ে গোড়ান আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতের মা তাসলিমা বেগম বলেন, আমার ছেলে একটি হোটেলে কাজ করে। কাজ শেষে বাসায় ফেরার পথে ২-৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তার কাছে থেকে জোর করে ৫০০ টাকা নিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হোটেল কর্মচারী হাসপাতালে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১