- আজ মঙ্গলবার
- ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:১৩ অপরাহ্ণ
অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিংয়ে ফর্ম ফিরে পাওয়ার পর থেকে প্রতি ম্যাচেই ঝলক দেখা যাচ্ছে। আজ ফিফটি করলেন মাত্র ২০ বলে। তার সঙ্গে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন শেখ মেহেদি হাসানও।
এই যুগলের ফিফটি আর শেষদিকে নুরুল হাসানের সোহানের ক্যামিওতে ভর করে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স।
সাকিব ৩১ বলে খেলেন ৬৯ রানের ইনিংস। যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার। শেখ মেহেদিও খুব পিছিয়ে ছিলেন না। ৩৬ বলে ৬০ রান করেন তিনি ৬ চার আর ৪ ছক্কায়।
শেষদিকে অধিনায়ক নুরুল হাসান ১৩ বলে করেন অপরাজিত ৩২। রংপুর অধিনায়কের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি আর ২টি ছক্কা।