• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    খুলনায় বিষাক্ত ফল খেয়ে ভাই-বোনের মৃত্যু

    খুলনায় বিষাক্ত ফল খেয়ে ভাই-বোনের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২৪ | ৫:৩০ অপরাহ্ণ

    খুলনা জেলায় বিষাক্ত ফল খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    মৃতরা হলেন, রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার শিশু কন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ওই দুই শিশুর বাবা কিছু ফল কিনে বাড়িতে ফেরেন। রাতের খাবার খাওয়ার পর ওই শিশুরা বাবার আনা আপেল খায়। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের দু’জনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    তিনি আরও বলেন, সেখানে তাদের শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ আসেনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০